জাহানারা পারভীন এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

যাত্রা

চার বেহারার কাধে চড়ে কে যায়?

কাকে তারা পৌছে দেয়?

বেদনার্ত অনিচ্ছায়, সমাধি আখড়ায়।

সে কি আমি, নাকি সেই প্রাচীন বেহালাবাদক

বহুকাল থেকে থেকে দাফনের অপেক্ষায়

রয়েছে শুয়ে ফসিলের অবয়বে।

অথবা আমার সেই বােন, বহুকাল আগে যে

এসেছিল। এ কেমন জন্ম? পৃথিবীতে এসেও

দেখা হয়ে ওঠে না রং, রূপ, আলাে।

পিতা- মাটি খুঁড়ে দেখা প্রথম সন্তানের মুখ।

কান্নাভেজা বাতাস, অশ্রুসিক্ত ঘাসের বেদনাকে

ছুঁয়ে থাকা কিছু শােকার্ত প্রজাপতির উড়াল

যেন কে বলেছিল এসব- কৈশােরের পাড়া বেড়ানো

দিনে নাকি সেই ব্যাঙ্গামা-ব্যাঙ্গমির আলাপি ঠোঁটি থেকে

পানের পিক হয়ে পড়েছিল গড়িয়ে।

শববাহকের আড়ষ্ট পা যেন মাড়িয়ে না যায়

                                  কোনাে ব্যথিত পিঁপড়ের ছানা।

কেন যেন হঠাৎ নিভে যায় পিলসুজে রাখা মাটির প্রদীপ।

আয়ুর উষ্ণতায় একটু একটু গলে যায় মোমের শরীর।

মন্তব্য: