বীরেন মুখার্জী-এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

নদীকীর্তন

বৃষ্টি-চাদরে ঢেকে আছে দিগন্তের মনভূমি

মনে হয় ঘুমভারে জেগে আছি, জেগে থাকি আহত শয্যা 

কাশবন ছুঁয়ে ভেঙ্গে যায় মন-নদী

কূলে যার ললিত কীর্তন  

অন্দরে প্রবল শ্রাবণ;

তবু- বৃষ্টি মুগ্ধ সুর উড়ে যায় চোখের সৈকত ছেড়ে

অবনত জলবিকেল পায়ে পায়ে ফিরে পায় মসৃণ সন্ধ্যা 

জলজ আঁধারে কেন তবে দৃশ্যমান- কথার জবা! 

সারাদিন-সারারাত জল-ভৈরব বেজে চলে স্বপ্ন-সেতারে 

আর রাত্রিকামী চাওয়াগুলো হেলে পড়ে গভীর আলিঙ্গনে

আমাদের রিমঝিম সোনালী ভুবন 

ক্রমশ নিদ্রাহীন নদীকীর্তনে! 

সংসার

নৈঃশব্দে পুড়ে যায় সঞ্চিত আবেগ

মাটিগন্ধি প্রাণ; চোখের বাগানে কালোস্রোত

রৌদ্রদীপ্ত আকাশ দ্যাখে-

আমরা বৃক্ষপ্রজাতী, লাজলজ্জাহীন রঙের তীর্থে 

বয়ে চলি জীবনের স্বয়ম্ভরা!

প্রেম আছে, ভালবাসার যান্ত্রিক নগরী তবু

হতাশ্বাস; গিয়ে খায় বুকের মানচিত্র

মানবিক ক্রোধ অস্পষ্ট ইশারায় ঘুম ভাঙ্গা গান শোনায়

রাত জাগা পাখির ঠোঁটে তুলে আনে- অদৃশ্য ভোর

মাটিপ্রেমে মগ্ন আমরা ক্রমশ ডুবে যেতে থাকি

সংসার হ্রদে!

মন্তব্য: