বীরেন মুখার্জী ‘র কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

আড়াল

যদি যাই, পথ ভুলে-অজস্র যন্ত্রনার আড়ালে 

পরস্পর দুঃখের বেসাতি বয়ে, কোনোদিন… 

ছেঁড়া কাগজের মতো দুঃস্বপ্ন কুড়িয়ে 

যদি সন্ধ্যা নামে অকাল বর্ষণে… 

তবু নগরীর ব্যস্ত উদ্যান একা হবে না আর!  

এই সব জল-ধ্বনি, নাগরিক জানালায়-অষ্টপ্রহর 

ইচ্ছেঘুড়ির পতন দ্যাখে; দ্যাখে-ফুলের গহনায় 

হেসে ওঠা দূরতমা, শ্যামল কিশোরী!

যে বনে রামের বনবাস সেখানে অসংখ্য রাবণের সংস্রব

দেখে দেখে ডুবে যাওয়া পাতাল দর্শনে… 

চোখের তারায় মুদ্রিত হলে তুমুল বৃষ্টির ধারাপাত  

হেমন্তের মরা মাঠ ছুঁয়ে যায় জীবনের অলিগলি!

দুই

আঁধার দেখে পেরিয়ে যাই দুঃখের নদী

অনাবৃত আকাশ ঘোমটা টেনে হাসে 

কুয়াশা বুনে যায় হেমন্ত কন্যা, ধানশালিকের দেশে

নিদ্রাতুর আমাকে টেনে নেয় ভূগোল উষ্ণ রাত

ডোরাকাটা অভিমানী মেঘ।

মন্তব্য: