রহস্যসংবাদ

Share on facebook
Share on twitter
Share on linkedin

বীরেন মুখার্জী

একটি বিন্দুর মধ্যে গোল হয়ে আছে রহস্যের সম্মিলন 

নখদন্তহীন, অথচ সপ্ত-আসমানের বুড়িচাঁদ সরিয়ে 

সমবেত সংকল্প ফোটাবে- সংকল্প ছিল; 

এখন তারা সমস্বরে শুনছে বেসরকারি প্রণয়ের বাদ্য!

কেউ কেউ হয়তো ঠেলা সামলাতে ব্যস্ত, আনন্দবিহারে

কিংবা, যাপনের মানসাঙ্ক নিয়ে সজোরে দৌড়াচ্ছে কেউ

অপ্রকাশের ভার নিয়ে বিশ্বের বাক্ স্বাধীনতা ক্রমে 

দূরে সরে যাচ্ছে; প্রশ্নও উঠেছে-

অসূয়া প্রকোষ্ট কারা সাজাবে নির্মিতির চিত্রকল্প?

মেদহীন আকাশ, নদীতীর কিংবা সবুজ অরণ্য

আমাকেই দিও এসব; দিও, পাতার উৎসব আর সপ্রতিভ ঈর্ষা; 

না হলে, জনওষ্ঠে ছড়িয়ে যেতে পারে কোনও রহস্যসংবাদ…

মন্তব্য: