লােটন ও লক্কা

Share on facebook
Share on twitter
Share on linkedin

দেবযানী বসু

যে সব আশার পাশে চোখের জল ফেলে ঘুটিরা তাদেরকে পায়রার বুক খেতে দিই। কানে দিই ছাগলের গরম মূত্র। লােটন ও লক্কা সময় ভাগাভাগি করে নেয়। আশা ও পথকে কাটাকুটি করে দুধ ও জল আলাদা করার মন্ত্র ও ঠোৃট দুটোই চাই। যা ঘটে যাচ্ছে এ সব আমি আগেই কাজললতায় শিশির করে নিয়েছি ফুলশ্রী নাশকতার সম্ভাবনায়। জল ছাকার শিশুছাকনি দিয়ে ক্যানভাসের রঙ গড়িয়ে যাচ্ছে দেখেও আমরা নির্বিন্নতায় ঘুমােতে চাই পাপােষের ওপারে।

মন্তব্য: