সাহিত্য আর সকল শিল্পকলার কাগজ ‘কহন’

Share on facebook
Share on twitter
Share on linkedin

কহন। সাহিত্য আর সকল শিল্পকলার কাগজ। কবিতা সংখ্যা। প্রকাশকাল মার্চ ২০২১। সম্পাদক শাজান শীলন। কহন প্রকাশিত হয় কোটচাঁদপুর, ঝিনাইদহ থেকে। ই-মেইল shajansheelonrrl@gmail.com প্রচ্ছদ করেছেন ম্যাকবেথ নিল। কহনের কবিতা সংখ্যাটি পাঠককে অবশ্যই বিস্ময়মুগ্ধ করবেই। দু’ লাইনের সম্পাদকীয়- কবিতা ছুঁয়ে দিক পাঠকের প্রাণ,/কবিতায় ভরে যাক পাঠকের মন-/এ-ই আমাদের কামনা। এখানে সত্যিই কোন আড়ম্বর নেই। মাত্র সরল বয়ান। শুরুতেই মলয় রায় চৌধুরীর নিবন্ধ আর চিঠিপত্র পাঠককে বেশ ঋদ্ধ করবে। হাংরি আন্দোলনের বিষয়টি এ সময়ের লিটল ম্যাগীদের জন্য এক বিশেষ বার্তা। ড. শহীদ ইকবাল-এর ‘কবিতা নিয়ে দু’এক ছত্র’ প্রবন্ধটি পাঠকের জন্য দারুণ রশদ। কহন এর কবিতা সংখ্যাটিতে সম্পাদক শাজান শীলন তার আঞ্চলিকতাকে বেশ প্রাধান্য দিয়েছেন। নতুন লিখিয়ে তৈরি করার এ এক দারুণ প্রয়াস। অনুবাদ বিভাগে শাজান শীলন নিজের কবিতা এবং তাঁর কিছু ভালোলাগা কবিতা ইংরেজিতে অনুবাদ করেছে। বাংলা কবিতাকে বিশ্বায়িত করার এমন চেষ্টা প্রশংসনীয়। প্রান্তিক অঞ্চলে হলেও সত্যিকারের লিটল ম্যাগ আলো ঠিকই ছড়ায়। সে আলো তথাকথিত মিডিয়ার চোখে পড়ুক আর না পড়ুক। কহন এমনই এক প্রত্যয়ের নাম। শুভকামনা কহনের জন্য। তার ভ্রমন দীর্ঘ হোক। ধন্যবাদ সম্পাদক শাজান শীলনকে।

মন্তব্য: