সেমিকোলন

Share on facebook
Share on twitter
Share on linkedin

সেমিকোলন। মাগুরা থেকে প্রকাশিত একটি ছোটকাগজ। ১ম সংখ্যা। প্রকাশকাল বৈশাখ ১৪২২। সম্পাদক- সোহেল সবুজ ও আসিফ নাহিদ। সহযোগী সম্পাদক তোহিদ ইমরুল। প্রচ্ছদ জহির শাওন। কম্পোজ তৌফিক সোহেল। যোগাযোগ: সেমিকোলন সাহিত্য সংসদ, বিনোদপুর, মহম্মদপুর, মাগুরা। ফোন- ০১৭৪১৮৬৫৪৯৬। ইমেইল: semecolonmag@gmail.com এ সংখ্যায় প্রবন্ধ লিখেছেন হোসনে আরা মণি ও ওসমান আলী। গল্প লিখেছেন হামিম কামাল ও পিন্টু রহমান। অনুবাদ করেছেন মোঃ জাহাঙ্গীর কবির। কবিতা লিখেছেন হেলাল হাফিজ, তপন বাগচী, পরিতোষ হালদার, কাজী হাসান ফিরোজ, সমর চক্রবর্তী, কামরুল বাহার আরিফ, রইস মুকুল, শিকদার ওশালিউজ্জামান, লতিফ জোয়ার্দার, শিমুল আজাদ, মমিন মানব, মাজেদুল হক, সালাউদ্দিন আহমেদ মিলটন, অরবিন্দ চক্রবর্তী, অপু মেহেদী, সানাউল্লাহ সাগর, বঙ্গ রাখাল, সুদেব চক্রবর্তী, শিমুল জাবালি, মাসুদ সুমন, দন্ত্যন ইসলাম, সালেহীন বিপ্লব, সমতোষ রায়, সাদী মোহাম্মদ, লেবিসন স্কু, মধুমঙ্গল বিশ্বাস, রাজেশ চন্দ্র দেবনাথ, সৌম্য চক্রবর্তী, সোহেল সবুজ, রিমন মোরশেদ, আসিফ নাহিদ, তৌহিদ ইমরল, তন্ময় মজুমদার, সুবর্ণা সোহেল প্রমুখ।

মন্তব্য: