ক্রোড়পত্র : আপন মাহমুদ

Share on facebook
Share on twitter
Share on linkedin

আপন মাহমুদের জন্ম ১ জানুয়ারি ১৯৭৬ , মৃত্যু ১২ সেপ্টেম্বর ২০১২ । এ্যাপােলাে হাসপাতালে হৃদরােগে আক্রান্ত হয়ে মারা যান এই অমিত সম্ভাবনাময় কবি। আর কাদিয়েছেন কবি লেখক সাংবাদিক পাঠকসহ অগণিত মানুষকে। মাত্র ৩৬ বছর বয়সে ছেড়ে গেছেন কবিতার সােনালিভুবন। তার জন্মস্থান করাইতলা, লক্ষ্মীপুর। মা আনােয়ারা বেগম, বাবা আব্দুর রব। নব্বইয়ের মাঝামাঝি থেকে কবিতা লেখা শুরু করলেও তা শূন্যের কালপর্বে বিশেষ পূর্ণতা পেতে থাকে। ২০০৩ সালে নভেম্বর মাসে ঢাকায় আসেন জীবিকার তাগিদে। ২০০৪ সালে আজকের কাগজে যােগদান করেন কবি। ‘মা প্রজাপতি ও অন্যান্য ছায়া’ কবিতা লেখার ভাবনা কবির মাথায় আসে ৯৫ সালে ছাতক থেকে চট্টগ্রাম যাওয়ার পথে আর লেখা হয় ২০০৫ সালের মধ্যরাতে। ২০১০ সালে টাঙ্গাইল কবিতাউৎসবে গিয়ে কবির পা ভেঙে গিয়েছিল আর তার পর থেকেই নাকি বিষণ্নতা তাকে পেয়ে বসে। মাসখানেক অসুস্থ অবস্থায় অফিস করেন। ২০১১ সালে কথাপ্রকাশ থেকে তার প্রথম ও একমাত্র কবিতার বই বের সাড়া ফেলে দেয় তরুণ কবিতাপ্রেমী পাঠক ও কবিহৃদয়ে। চাকরিরত ছিলেন দৈনিক কালের কণ্ঠের মফস্বল বিভাগের সাব এডিটর হিসেবে। কবিকে সমাহিত করা হয়েছে তার নিজ গ্রামে যেখানে কবির বেড়ে ওঠা।

মন্তব্য: