ক্রোড়পত্র: শামীম কবীর

Share on facebook
Share on twitter
Share on linkedin

জন্ম ১৯৭১ সালের ১৯ এপ্রিল বগুড়ার কাহালু গ্রামে। শামীম কবিতা অনুরাগী শৈশব থেকেই। রংপুর ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক এবং রাজশাহী সরকারী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করার পর প্রথাগত পড়াশুনার সাথে বিচ্ছেদ ঘটে। কিছুদিন বিরতির পর প্রাজুয়েশনের জন্য বগুড়ার আজিজুল হক কলেজে ভর্তি হলেও শেষ করেন নি। লিটলম্যাগ আন্দোলনের সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। নদী, প্রান্ত, দ্রষ্টব্য, রূপম, একবিংশ ইত্যাদি লিটলম্যাগ এ তার কবিতা প্রকাশিত হয়। শামীমের কবিতা নব্বই এর গতিধারায় প্রবাহমান। নিঃসঙ্গতা, যন্ত্রনা, সিমাহীন বিচ্ছিন্নতাবােধ তার কবিতার শরীর। ছবি আঁকা ও গান গাওয়াতেও শামীম পারদর্শী ছিলেন। ১৯৯৫ সালের ২ অক্টোবর বগুড়ায় নিজ বাড়িতে শামীম আত্নহত্যা করেন। ১৯৯৭ সালে দ্রষ্টব্য প্রকাশ করে শামীম কবীর সমগ্র।

মন্তব্য: