দেবযানী বসু's articles

  1. কবিতা
  2. সপ্তক ৪ বর্ষ ৪ ফেব্রুয়ারি ২০১৪
দেবযানী বসু যে সব আশার পাশে চোখের জল ফেলে ঘুটিরা তাদেরকে পায়রার বুক খেতে দিই। কানে দিই ছাগলের গরম মূত্র। লােটন ও লক্কা সময় ভাগাভাগি করে নেয়। আশা ও পথকে কাটাকুটি করে দুধ ও জল আলাদা করার মন্ত্র ও ঠোৃট দুটোই চাই। যা ঘটে যাচ্ছে এ সব আমি আগেই কাজললতায় শিশির করে নিয়েছি ফুলশ্রী নাশকতার […]
  1. কবিতা
  2. সপ্তক ৫ বর্ষ ৬ ফেব্রুয়ারি ২০১৬
আজো আছি- ৩ অসম্ভবের রদ ও দরদ বুঝে ফেলে দিই পকেটে তোমার। পকেটের চোখে ডাবল চশমা। টইটুম্বুর র‌্যাফ নামাচ্ছে পানের দোকান। আবার ঝাঁঝিয়ে দিচ্ছে মনখারাপ। আমার তো স্বপ্ন বলে কিছু নেই সবটাই হ্যালুসিনেসন্স্। ঘুমোতে হলে যেতে হবে নদীর আদিমচরে। রাতের স্বপ্নদিনকে কব্জা করে। না বুঝে করা কাজের সংখ্যা বেশি। সেভাবেই শুঁকে গেছি রাতজাগা ওষুধের দোকান, […]