জোনাক আহমেদ এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

দূরত্ব

এপারে ধূ ধূ বালুচর, আর রাত্রিজাগা নদী

এই যে নদীর জল-

নদীর পাগলা শুদ্ধ তরঙ্গের মত বাল্যপ্রেম

আক্রোশে বেড়ে চলে জোয়ার ভাটার টান

মাকড়োসার জাল বুনে তোমার বিহবল ঈর্ষা।

একদিনের জন্যও গড়ে ওঠেনি

আমাদের পলকা সংসার

এই নদীর জলে-

জ্যোৎস্নারেণু সীমানা পেরিয়ে উড়ে যায়

দূরে, সীমানার ওপারে।

আর, ওপারে গভীর অরণ্য-

যেখানে আমার অস্তিত্ব

প্রতিটি বৃক্ষের শুকনো পাতায় ভর করে

নেচে চলেছে অবিরাম, ক্লান্তিহীন।

স্বপ্নভ্রষ্ট

তোমার নাভীঃশ্বাসের অলস যাত্রায় আমি

বিষ্ময় খুঁজে ফিরি,

নারীর কল্পনায় শরীর থাকে

থাকে অন্ধকারে শান্ত আর্তনাদ,

কড়িকাঠ ছাইপাশ।

মনে পড়ে এখানেই একদিন সৃষ্টি হয়েছিল

কোরাসের সভ্যতা,

গভীর অরণ্য আর অরণ্যের আদিগুহা

এখানেই একদিন আগুন জ্বালিয়ে আমি

পুড়ে হয়েছি ভষ্ম।

একদিন হয়ত ধ্বংস হবে পৃথিবীর সব অলংকার

আমি মৃত্যুর পথে যেতে যেতে উল্লাসে মুখ তুলি।

মন্তব্য: