অভিজাত বেদনার ছাই

Share on facebook
Share on twitter
Share on linkedin

নাহিদা আশরাফী 

দুঃখগুলো বিচ্ছিন্ন হবার পরেই মূলত জেনেছি

আমরা কতটা  সুখী ছিলাম।

আমাদের বিষাদেরা গৃহকর্মে সুনিপুণ ।

অক্ষমতাগুলোও ছিলো বেশ কর্পোরেট।  

সন্ধ্যের বাতাস ভরে বিষাদের কলমে 

আমরা প্রতিনিয়ত লিখে যেতাম আমাদের ব্যর্থতার সনেট।

জানি অঙ্কুরোদ্গমেই লুকিয়ে থাকে পরিস্ফুটনের ভাষা।

তার চেয়েও গভীর এই রেখে যাওয়া ক্ষত।

আমাদের অভিমানের অংকটা ছিলো রাজসিক। 

আমাদের অনুযোগগুলো বহুতল ভবনের মতো। 

তবু নিয়ত যুদ্ধরত এইসব পারমাণবিক হতাশার টুকরো 

জড়ো করে আমরা কী নিপুণতায় গড়ে তুলেছি 

এক একটি বুকখোলা আকাশ। 

এক একটি তমালের ছায়ামাখা গৃহ।

এক একটি উদোম তারা।

এক একটি শিশিরের নাকছাবি। 

আর কেউ না জানুক

আমরা তো জানি

নরম ঠোঁটের সংস্পর্শ মাত্রই চুরুটের যাবতীয় আভিজাত্য 

মন্তব্য: