অরবিন্দ চক্রবর্তী-এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

স্বপ্নপুন্যার্থীর জেব্রাক্রসিং আকর

অন্তর ঈক্ষে যেতে হলে- অন্তরারে যাই

১০ম শরীরের অন্তরবাস গিঁট খুলে

বিন্দুকে কেন্দ্র করে  শূন্যতার অক্সিশ্বাস উড়িয়ে

বৃত্তের ঝাপট ছুড়ি।

অতঃপর যোগ্যতার পরিধি বলপয়েন্ট পূর্ণ করে 

জলে-স্থলে-ব্যোমে প্রতি অক্ষে

অদৃশ্য পুন্য পাপ ও পতন আগাম উজারা টেনে

৫টি প্রশঙসা নন্দিত নিন্দার মুন্ডু পোট্রেট টাঙিয়ে

জুমচাষে মগ্ন হই রাখাইন মাকড়।

আর গ্লোবাল স্বপ্নপুন্যার্থীরা ঘুমঘোরে

সূর্যস্নানে যেয়ে অনুলিপি খসড়া লেখে নাগরিক

          ডোরাকাটা জেব্রাক্রসিং আকর।

কবিতাভাঁড়

বৈশাখ আইছে, বই শাখ খাও- বাঙলাবর্ষে উপহার

খিন্ন চৈতন্যে ভিটামিন শ্রী গাঁদিয়ে

               টকটকে মেধা ছড়াও।

ও বলিয়া,

          এ বরষে চোখের হরসে

          ভরসা গো না পাই

হ্রীঅন্ধকারে হাজার কেন্নো পায়ে

          কাঁধাকাঁধি সভ্যক্র্যাচে হামাগুড়ি খাই।

শবকথা শেষে সবকথা থুয়ে,

         চল, বাউলা কবিতাভাঁড় ঝোলাই।

মন্তব্য: