অরবিন্দ চক্রবর্তী-এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

দুখখাে বনের চিত্রল বাঘ

খােলস বদলাতে বদলাতে… নারেটেপা সাপ!

কারসাজি বিদ্যার সনদ জুয়ােঘড়ি হাতে

এবার গাছে গাছে ঝুলিয়ে বেড়াও বাদুরে প্লাকার্ড।

সুতােনলি বিকেন্দে যাও-রঙের অধিক সঙ

বণিকমনে

পতন পাতালে যেয়ে বাজাও ডামাডােল ঢাক।

আমি নসিবে এগারটা উনষাট দেখি

কিস্তিতে কিসিম মিলিয়ে জিকির তুলি

আমাকে বাঁচাও ওগাে দুখখােবনের চিত্রল বাঘ।

আহবিষকারক কায়া

তিনি যেখানে আছেন সেখানে আমিও

ভিন্ন মুদ্রায় আচমন করি।

নীল ফুল ফেটা ছায়ামুরতি

আমাকে যতি টেনে টেনে

আঁকিয়ে নাও বিরােচিত পরিচ্ছেদ

আমি যে নিতান্তই অনুচ্ছেদ বুঝি না

মনিবন্ধে পড়াতে জানিনা পরীর ছেদ।

তবু কেন যে ও আহবিষকারক কায়া

আমাকে সাকারে দেখাও না অরূপ রতন।

যে রাখাইন মুরত একবার পরিলেক করে

পেরিয়ে যেতে পারি প্রেমযােগি জীবন।

মন্তব্য: