অসময়ে ডামাডোল

Share on facebook
Share on twitter
Share on linkedin

জোনাক আহমেদ

ঘোড়া দৌড়ায়

মশা কামড়ায়

আমি তাপরাই।

বিবিধ তরঙ্গে নদী সাঁতরে বেড়ায়

ক্যানভাসে ঠাঁই নেয় প্রাচ্যের মূর্তি

অসময়ে জ্বলে ওঠে রুগ্ন পড়শি।

০২.

রাজপথ ছাড়ি নাই

আমরাই রাম সাঁই

ক্ষয় নাই জয় নাই।

বাজারে সয়লাব, রঙ মাখা ইলিশ ঝুড়ি

ছারপোকার ঘুম নাই, মৌসুম শেষ তাই

ডামাডোল বাজা ভাই, শেষে দেখি আমি নাই।

মন্তব্য: