অসুখের শিরােনাম থেকে

Share on facebook
Share on twitter
Share on linkedin

জাহিদ সােহাগ

উপেক্ষার মতাে সহজ বন্ধুতায় আমি খাপ না খাওয়া মানুষ, গলগল করে বেরিয়ে পড়ে মগজরক্ত; আর সেখানে জন্ম হতে থাকে আর বধিষ্ণু হতে থাকে শেকড়-বাকড়। হ্যান্ডশেক করে কিছুক্ষণ হাত ছুঁয়ে দেখা যায়, তারপর যে যার মতাে ডুবে যায় বানর নাচাবার হাততালি ভীড়ে- আমি তাে একা, রাজনীতি মানে যে ষড়যন্ত্রের শিল্পকলা তাকে বুঝি না; পাঁজর ফেটে বেরিয়ে আসতে চায় শুকনাে পাতা।

কখনাে ভাবি, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই শােনাবাে চাটুকারিতা। দেখি তৃপ্তির ঢেকুর তুলে স্কচের ঘ্রাণ আসে কিনা! কিন্তু কেন যে জানি না দলা পাকানাে থুতু গড়িয়ে পড়ে আয়নায়।

বিকেলে নরােম আলােয় বন্ধুর পায়ে-পায়ে তাল রেখে আমিও হাঁটতে গিয়েছি বহু গলির অরণ্যে- শেষে পথ হারিয়ে টি-স্টলের বেঞ্চিতে শুয়ে থেকেছি বহু বহু রাত। কেউ আমার মাতাল পা দু’খানি তুলে দেয় নি রিক্সায়।

মন্তব্য: