অহনা নাসরিন – এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

অভিমানি

চোখের অশ্রুপতনে ক্ষুব্ধ হও, বিষণ্ন হও অভিমানে

অথচ বড় বেশি অভিমানি আমি

এই আমাকে ছুঁড়ে ফেলে দাও কোন শর্ত ছাড়াই 

যেমন ফেলো খবরের কাগজ আবর্জনার স্তুপে।

আবার কখনো কখনো অনিবার্য করে তোল 

তোমার আয়েশি বৈঠকখানায়,

ভালোবাসায় সিক্ত চোখ দু’টি পোড়ে চৈত্রের খরায় 

যখন অস্বীকার করো এই আমায় ।

তুমি কি জানো 

পাগল প্রেমিক বিষণ্নতার রঙ মাখে

যখন সে বিরহের খড়কুঁটো যোগাড় করে 

আর  ভালোবাসায় প্রলুব্ধ থাকে অবচেতন মন।

তুমি কি জানো,

শীতল বরফের মতো বিন্দু বিন্দু ঘাম বিসর্জনে 

উষ্ণতা খুঁজে বেড়ায় সেই 

যার যুবতী রাতে ঘুম ভেঙে যায় ভীষণ অভিমানে।

এই যে অভিমানের সুর তানপুরাটার তারে 

বল আর কতকাল ! 

বোধ  

বোধের বৃক্ষ পুড়ে যাক

ক্রোধের অনলে

সময়ের দাবী শোধ করে

বুকে ছড়িয়ে দাও ভীষণ দাবানল।

এক হাতে তুলে নাও মশাল

অন্য হাতে শাবল আর গাঁইতি

র্নিমাণ হবে সভ্যতার ম্যুরাল।

মন্তব্য: