আকাশ হয়েই থাকি

Share on facebook
Share on twitter
Share on linkedin

সারোক শিকদার

ফুল তুমি, বসনিয়া সুগন্ধী আতর…

মৌয়ালের আনাগোনা ভরপুর। 

আমি দূর্ভিক্ষ পাড়ার ডাস্টবিন

আমার গায়ে ভীষণ গন্ধ। 

আমার থেকে দূরে থাকুন। 

অনেক দূরে- কাঁটাতারে ঘিরে। 

আমি অচ্ছুত – গায়ের উপর কাক বসা, 

নেরি কুত্তার ঘাটাঘাটি-

তবুও তোমাকে কেবলা করে আমার নিয়তি।

একদিন ঠিক ঠিক জানি 

তোমার লাবণ্য শুকিয়ে ম্লান হবে- 

পাপড়ীতে ক্ষত বানিয়ে পূজারী ছুঁড়বে

তোমাকে আমার বুকে। সেদিন না হয় 

রসের ঘাটে একটুখানি দেখবো ছুঁয়ে – 

সেদিন না হয় আড়াল করে বাসবো ভালো। 

ভীড়ের ভেতর আমি নেই- 

আমার ভেতর ভীড় নেই। 

তোমার ভেতর ঘুড়ির কাটাকাটি 

আমি না হয় বিষাদ নিয়ে আকাশ হয়ে থাকি…

মন্তব্য: