আজ এসেছে বৈশাখ

Share on facebook
Share on twitter
Share on linkedin

রহমান তৈয়েব

আজ এসেছে বৈশাখ আমার কাব্য প্রিয়া হয়ে

শুভ্রবসন হস্তে বাসন- পান্তা ইলিশ বয়ে

কোমর বাঁধা গামছাখানা- গেঞ্জি গায়ে লুঙ্গি-চটি পায়ে

হাটহট ডানে বায়ে কোলে পারতলে- 

        কৃষকবন্ধুর কণ্ঠ শুনি সেই অদূর গাঁয়ে

লম্বা ঘোমটা নূপুর পায়ে কলসি কাংখে বধু

কুল নারী হাতটা বাড়ী মুসকী হাসে মধু

শোনরে বধু-

আমের গুটি খুটি খুটি কাটো ঘরকে যাইয়ে

ভুই চষিয়া ফিরবো বাটে নদীর ঘাটে নাইয়ে     ঐ

আজ বৈশাখের আনন্দঘাম মুছবো আঁচল দিয়ে

বরবো বরণ তোমার পায়ে কুলায় দূর্বা নিয়ে

ছোট্টবেলার কলমি তোলার সেই নদীটার বাঁকে

সইয়ের মেয়ে তোমার ছেলে দিতাম পুতুল বিয়ে  ঐ

লাল পেড়ে শাড়ী পরে খোপায় গুজে ফুল

মেহেদী পাতায় হাত রাঙিয়ে- কানে পাতার ফুল

 বৈশাখ এলো কাব্যপুরে ছন্দমুকুট পরে 

সুখ বারতা পৌছে দিও সবার ঘরে ঘরে   ঐ

আঁক স্বামী- 

রঙতুলিটা নিয়া হাতে- কৃষক মাথাল মাথে

লাঙ্গল-জোয়াল দাও কাঁধেতে- দাও পতাকা হাতে

বকুলতলা বৈশাখমেলা- আঁক সুখনাচনী মেয়ে

নৃত্যতালে চলছে পথে উড়ছে আঁচল বায়ে   ঐ

ও কি গাড়িয়াল ভাই- কতো রবো আমি পন্থ পানে চাইয়ারে

এত রাতে কেনে ডাক দিলি প্রাণ কোকিলারে

ঈদ শিহরণ জারি-সারি মুর্শিদী আর হলুদ বাটার গানে

আনন্দ হোলি কাম্য আজি বাংলাভাষীর প্রাণে   ঐ

মন্তব্য: