আমাদের হ্রস্সি জ্ঞান

Share on facebook
Share on twitter
Share on linkedin

তালাশ তালুকদার

ভাই কে লেখে অমন খাসা করে, স্বর্গীয় রসে, তুরীয় মেজাজে-সব্বাই হাসে, আরে বাপু চেপারামের ঘরটা না দেখলেও চলে, কফি শপ’য়ে মুখোরু হলেই হয়, অতশত না বুঝে আমরা বাইরের যারা, খোসামোদি করি, পৌষের মানতে সিদ্ধ হই, নৈকট্য বাড়াই, তারাই পিঠ চাপড়ায় আর শোনায় ওই হল্কার পিছনে ছুটে মেচেদা’ই মধ্যমনি আজকের এই হলরুমে; অত তড়িঘড়ি করে উনিই এসে ঢুকে পড়েছেন, আমাদের গ্রাহ্যে আসে, চাকুরির আগে কয়েকখানা কবিতাও নাকি লিখেছিলেন-নিঝ্ঝুম পয়োধর প্রভাবান্বিত, ইদানীং বুঝ্মান হয়েই ঘটিবাটি চুরি যায়। -শান দেয়া ঘাটে সৃজন বিষয়ে, চট্জলদি শলা পরামর্শও করে, ওতেই কি আর দাদা ঘোর লাগে, রেওয়াজ ভালো হয়, সেও জানায় ইদানীং জঞ্জাল -এবার নমস্কার জানাতে হবে।

মন্তব্য: