আমিনা শেলী ‘র কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

ঋতুধর্ম – ৬

পহেলা বৈশাখ আমি- এ পঞ্জিকার প্রথম সূর্য

প্রথম মেঘ

প্রথম বৃষ্টি

প্রখম বাতাসের আমি স্পর্শ সতেজ

আমার জন্যে এই সাজ-গোজ,

উৎসব আমেজ;

সাদা হাসি

লাল হাসি, স¦প্ন ভেজা চোখ

এ সুখ মিছিল আমার জন্য, তোমার সফল হোক।

মাটির গাড়ি আমার

কাঁচের চুড়ি আমার

আমার ওই কপালের টিপ, দু’গালের আলপনা

মাথার গামছা তোমার, করে আমারই বন্ধনা;

আমিই তোমার বর্ষবরণ!

খেলার ছলে প্রেমে পড়ার প্রথম পর্ব আজ

ফুলেল যাত্রা চলে আমার জন্যে সবে

বাঁশি আমার জানি বন্ধু,বাঁশির গান কি আমার হবে?

ঋতুধর্ম – ৭

বৈশাখের এই আঁধার রাতে

বিজলীর ঝলকানো

সুতোয় গাঁথা মুক্তো যেন

        কোমরবন্দ কোনো।

অদূর বাড়ির উঠান জুড়ে

মাতাল হাওয়া বয়

গাছ-গাছালি নুয়ে পড়ে-

        কাব্য করে বিনয়।

মনের বনে ঋতুর টানে,

আম কাঁঠালের ঘ্রাণে

উজাড় হয়ে ঝরছে আকাশ

        রোদ-বৃষ্টির বানে।

বর্ষণের এই আসা যাওয়ায়

ভিজলে বেলার ডানা

বেড়ে ওঠার দিনগুলো ফের

        হয়ে ওঠে সোনা।

মন্তব্য: