আসাদ আল-আমিন এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

প্রশ্ন

যে প্রশ্ন তোমার সাথে ঘুমাতো এতকাল

সে প্রশ্ন এখন আমার নির্ঘুমতা ডেকে আনে

প্রশ্নের মুখোমুখি আজ

দুপারে বাজে অস্ত্রের ঝনঝনানি

আমি জানি    

অস্ত্রের শক্তি নেই, যতটা আছে প্রশ্নের

প্রশ্নের মুখোমুখি আজও তাই

সত্ত্বাহত্যায় মধ্যেও সন্মুখে এগিয়ে যাই

হে প্রশ্ন শোনো।

সবকিছুর উত্তর জানতে চাইলে

অনেক কিছুই জানা যায় না।

প্রত্মতাত্ত্বিক নিদর্শন

কণ্ঠের প্রেমে পড়ে

আকণ্ঠ বিষপান করে

এখন নীলবর্ণ আমার।

ওঝা-কবিরাজের সাধ্য কী ?

এ তো সাপের বিষ নয়

নয় জীবননাশী কোনও বিষ।

তবে বিষে তেজ আছে,

শক্তি সামর্থ্যরে মধু আছে, 

ভাঙাচোরার শক্তিও ঢের… আরো কতকিছু

অতকিছু লেখার কাগজ নেই আমার হাতে।

সেই সুকণ্ঠীর বুকের বিশালতায় 

খোদাই করে রেখেছি অতকিছুর সবকিছু

কিছু জানতে চাইলে ঐ বুকেই যেতে হবে।

ঐ বুক এখন রোমাঞ্চিত ইতিহাস,

ঐ বুক এখন মহাকালের শ্রেষ্ঠতম

প্রত্মতাত্ত্বিক নিদর্শন।   

মন্তব্য: