জাহাংগীর খান

ঝড়ে উড়ে যাক

উড়ে দূরে যাক

পথের পুরনো ধুলো

ঝড়ে উড়ে যাক 

গাধার সামনে ঝুলানো মুলো

ঝড়ে ঝরে যাক

পুরনো বাগানের পুরনো ফুলগুলো

ঝড়ে উন্মূল হোক

পুরনো বৃক্ষের মূলগুলো

ঝড়ের বাতাসে উড়–ক

কিশোরীর খোলা চুলগুলো

ভিন্ন দোলায় দুলে উঠুক

ভীরু বালিকার কর্ণমূলের দুলগুলো

ফুলে উঠুক বানের জল

জলে ভেসে যাক নদীর কূলগুলো

জলে ভেসে যাক কুলনারীর ভুলগুলো

আসুক জলে জড়

জলে ভাসুক চরাচর

করে করুক পুরনো বুক ধরফর

পড়ে পড়–ক ভেঙে পুরনো বাড়িঘর।

মন্তব্য: