ইচ্ছে প্রহর

Share on facebook
Share on twitter
Share on linkedin

শামীম খান

তোমার কাছে চাইবো কেন

সবকিছুতো জানা তোমার

কখোন আমি কেমন থাকি

কীসের দুঃখ কোথায় রাখি

কিমবা কেমন সুখের বাহার

সবকিছুই জানা তোমার।

সবকিছুই জানা তোমার

হৃদমাজারে যৌথ খামার

কেমনতর ফসল ফলায়

কেমনতর ভালোবাসায়

তোমার কাছে পৌঁছে সে যায়।

তোমার কাছে পৌঁছে যে যায়

মাঝখানে তার কত ফারাক

তুমি ছাড়া আর কে বোঝে

প্রেম নাকি সে মৌলোভী ফাঁদ।

প্রেম নাকি সে মৌলোভী ফাঁদ

জানি আমি জানো তুমি

তবু দেখ বছর বছর

একই পথে হাঁটছি আমি।

হাঁটছি আমি দেখছো তুমি

তবু কেন বাধ সাধো না

মাঝ সড়কে প্রাচির গ’ড়ে

তোমার ঘরে ফের টানো না।

তোমার ঘরে যাবো বলেই

এত কথা বলছি আমি

যেমন ছিলাম তেমনি করে

একটু যদি নিতে তুমি।

একটু যদি নিতে তুমি

যেমন ছিলাম জন্ম বাদে

আমার চেয়ে আর কে সুখী

ধন্য হতাম ধন্যবাদে।

মন্তব্য: