সমর চক্রবর্তী

তীব্র বুদ্ধুদের আবেগে হঠাৎ-ই

ভালবেসে ফেলি উন্মুত্ত কিছু ইচ্ছে

মন এরকম এক সরলস্রোত

গভীর অগভীর না খুঁজে কোনাে তলদেশ

দুর্ণিবার সে বয়ে চলে

ছয়ঋতুর পাখিগুলাে যে রকম

হুইল চেয়ারে বসে

স্বপ্নমণ্ডলে এঁকে যায় রাত্রির রঙধনু

মন্তব্য: