উড়ে যাচ্ছে সবুজ পাহাড়, লাল কৌপীন

Share on facebook
Share on twitter
Share on linkedin

মিনার মনসুর

পাহাড়গুলি সবুজ। সবচেয়ে উঁচু পাহাড়টির চূড়ায় উড়ছে নাগা সন্ন্যাসীর লাল কৌপীন। বৃহৎ সবুজ ক্যানভাসে কোনো ক্ষ্যাপাটে শিল্পী যেন উপুড় করে দিয়েছে লাল রঙের কৌটো। শাহাবুদ্দীনের ছবির মতো তারা এখন উড়ছে। উড়ে যাচ্ছে সবুজ পাহাড়, লাল কৌপীন। নাঙ্গা তলোয়ারের মতো শূন্যে ভাসছে সন্ন্যাসীর নিষ্কাম নিরাবরণ দেহ। তার ওপর অবিরাম বর্ষিত হচ্ছে অলৌকিক শান্তির শিশির। 

হতবিহ্বল মানুষেরা তাদের অতি ব্যস্ত দশটি হাত-পা নিয়ে বৃক্ষের মতো ছটফট করে। কামের চৌষট্টি কলা ভুলে যুবতীরা দগ্ধ হয় তপস্যার কঠিন আগুনে। যক্ষ খুলে দেয় তার গুপ্ত ঐশ্বর্য ভা-ার। যদিও ঘাসের ডগায় কম্পমান শিশির বিন্দুর মতো মুহূতের কারসাজি সব, তবু মহাবিশ্বের মতো বিশাল ও বিস্তৃত তার মাহাত্ন্য।

সন্ন্যাসী নিজেকে ছাড়া দেখে না কিছুই, যদিও খোলা তার চোখ সর্বক্ষণ। 

মন্তব্য: