একজন দীর্ঘ ঘুম

Share on facebook
Share on twitter
Share on linkedin

শাহাদত হোসেন

একটি দীর্ঘ ঘুম দিতে হবে।

বাঁচতে হলে-

অবশ্যই একটি দীর্ঘ ঘুম দিতে হবে।

ঘুমে পৃথিবীর কোন ক্ষতি নেই।

ঘুমে কারো কোন ক্ষতি নেই।

ঘুমে আমার কোন ক্ষতি নেই।

যেমন শূন্যের কোন নিজস্ব অংক নেই

যেমন শূন্যের কোন বিন্যস্ত নেই

যেমন যোগ বিয়োগ গুণ ভাগে শূন্য অবিনশ্বর।

যেমন শূন্য প্রকৃত সত্য!

তেমন একটি ঘুম দেব।

এক ঘুমে মুছে দেব পৃথিবী।

এক ঘুমে ঘুচিয়ে দেব আলোকবর্ষ দূরত্ব।

একজন দীর্ঘ ঘুম জেগে থাকেন এখনো!

মন্তব্য: