একটি বোশেখ কিনবো আমি

Share on facebook
Share on twitter
Share on linkedin

কাজী হাসান ফিরোজ 

একটি বোশেখ কিনবো আমি

দাম যতো চাও দিবো,

শর্ত আমার মানতে হবে 

        যাচাই করে নিবো।

কাঠফাঁটা রোদ থাকতে হবে

ভরবে বাগান আমে

কামান দাগা শব্দ হবে

    কিনবো চড়া দামে।

থাকতে হবে গ্রামীণমেলা

শুকনা মাঠে চৈতী ঢেলা

আগুন ঝরা বাতাস হবে

ঘরের চালা উড়তে হরে

ক্ষেতের ফসল পুড়তে হবে

        ঝরতে হবে শীলা।

ঈশানকোণে চোখ রাঙাবে

বাজের ডাকে ঘুম ভাঙাবে

উর্ধ্বশ্বাসে ছুটবে গরু

শেঁকড় ছিঁড়ে পড়বে তরু

ভাঙ্গা চালে কোতরগুলি

ডাকবে শুধু পেখম তুলি

    লাগবে কানে তালা।

ভাঙবে সবই থাকবে শুধু

মাঠের ছবি শুধুই ধূ-ধূ

তারই কোণে আমার প্রিয়ে

থাকবে বসে স্মৃতি নিয়ে।

পাশের গাঁয়ে

সুজন বেদের ঘাটও থাকবে

বাদামতলীর হাটও থাকবে

নকশিকাঁথর মাঠও থাকবে

উজানতলীর গাঁও’ও থাকবে

মহাজনী নাও’ও থাকবে   

    থাকবে নায়ের মাঝি

শান্ত বোশেখ চাই না আমি

হোক না যতই কমা দামি

দেবো টাকা লাগবে যতো

থাকবে রাগী মায়ের মতো

দুলবে ঝড়ে শান্ত নদী

এমন বোশেখ থাকে যদি

    কিনতে আমি রাজি।

মন্তব্য: