এক বিকেলের খসড়া

Share on facebook
Share on twitter
Share on linkedin

শামীম খান

আজ বিকেলের আকাশটা দেখেছ নিশ্চয়

হঠাৎ বৃষ্টির পর সন্ধ্যাবধি যে আকাশ ঝুঁকে ছিল-

পশ্চিমের বাড়িটার দিকে

পেজা তুলোর মত মেঘগুলোকে ল্যাপটপ বানিয়ে

গোটা একটা বিকেল।

তোমার আমার সনির্বন্ধ অনুসঙ্গগুলো

একদা এমনই ছিল- বৃষ্টিধোয়া স্নিগ্ধ মেঘের 

পালক দলের মত। তখন চোখের ভেতর 

দৃষ্টি-প্রভার চেয়ে গভীরতম প্রেমউন্মাদনা ছিল ঢের বেশী

তখন বুকের ভেতর হৃদস্পন্দনের চেয়ে স্পর্শের গভীর

নিবীড়তা ছিল বেশী;

আজকের এই তিনশত ষেষট্টি দিনের বিস্তৃত ব্যবধান

এই ভুলে যেতে যেতে খুব বেশী মনে রাখা

বিস্তৃত আসমানে এমন প্রতিদিন নিজস্ব জলছবি আঁকা

সবকিছুই ছিল অবান্তর

ছিল না কেবল- এই নিছক ভাল থাকা…

মন্তব্য: