এমরান হাসান- এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

পান্ডুলিপি

অথচ অন্ধকার …

অথচ মুদ্রিত আলাে।

আলাের ইশকুল ভেঙে পালায় বােধের হরিণ

নির্মিত অনুচ্ছেদ ঝরে দৃশ্য চিত্রায়ণে।

কালের প্রশ্বাস চিনে গ্যাছে দর্পিত ছায়া

গােপন ঘুঙুর নেচে যায় শব্দ-জলসায়

শিল্পাবর্তনে বেকুব হাসে বধির মুখােশ!

আলাের শিল্পতত্ব

ফ্রেমের ছবিটিতে রােদপার্বণ

সময়-শরীরে মুর্ত য্যামােন ভালােবাসা কিংবা মৃত্যু

প্রেরিত পুরুষের মতােন ধ্যান্যি

ওপাশের ব্যস্ত শহরে শুয়ে থাকে কেউ

মায়াবী পােশাকের কারুকা’য় ঝরে অন্ধকার

কলম সেজদা করে শাদা কাগজের বুক

যাবৎ স্পর্শ-কাঙ্ক্ষায় খসে পড়ে বােধের ছায়াদৃশ্য

(কী অবাক ছবির মতােন ঝরে যায় ঘুম!)

ধ্বনি রুয়ে যায় সুরম্য প্রতিধ্বনি

কল্পিত আরশ ছুঁয়ে নির্জনে পােড়ে শব্দ

কররেখা বদলায়

খুব বেশি প্রােথিত বুঝি নশ্বর দহন ?

মন্তব্য: