কথার অস্ত্র

Share on facebook
Share on twitter
Share on linkedin

নাসরিন আনোয়ার

কথার অস্ত্রে কাউকে ঘায়েল করা,

নিরস্ত্রকে পরাজিত করে বাহবা কুড়ানো

        জ্ঞানীর কাজ নয়।

এক এক জনের জ্ঞানের সত্ত্বা এক এক ধরনের;

নিরবে কেউ যুদ্ধ করে জয়ী হতে চায়

কেউবা কথার ফাঁদে ফেলে মানুষকে 

    ঠকিয়ে নিজেকে জাহির করতে চায়।

নিরবতার অর্থ কারও দুর্বলতা নয়

এটা তার একান্ত নিজস্বতা

নিরবতাই তার প্রকাশের ধরণ।

মানুষ সর্বকালে, সর্বযুগে স্বার্থপরই 

            হয়ে থাকে

তা বোঝার জ্ঞান কারো থাকে

            কারো থাকে না

মানুষ ব্যক্তিভেদে ভিন্ন মতের, ভিন্ন স্বভাবের

আপন আপন পরিচয়ে পরিচিত

এটাই বাস্তব, এটাই সত্য

প্রতিশোধ নেওয়া থেকে ক্ষমা করা মহৎ গুণ।

মন্তব্য: