কাব্য মােস্তফা- এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

ভূগােল চোখে

ক্ষয়িষ্ণু অতীত ভেঙ্গে শব্দ-ঝর্ণায় স্নাত শরীর…

অ-স্পৃশ্য যাযাবর মেঘ ওড়ে বর্ণিল জ্যোৎস্নায়

হারিয়ে অন্তহীন অচেনায়…

নিরন্তর ভাসে জলছবি সারাক্ষণ-আমারই ভূগােল চোখে ।

কুহক যাপিত রাত

প্রত্যহ নিঃশ্বাসে উঠে আসে বিষ

চন্দন-তিলক আঁকা কপালে রাহুগ্রাস, চোখে শুন্যতা

স্বপ্নে তবু স্বপ্নের পৃথিবী, অরণ্য-প্রকৃতি-প্রেম…

পরিবর্তন-হাওয়া ছুঁয়ে যায় ঘর-গেরস্থালী

বিশ্বায়ন-বিপ্লবে একদিন ক্ষয়ে যাবে সভ্যতার আয়ুস্কাল

অগ্নি-উঠোনে এখন সেইসব অনাগত শিশু-স্বপ্ন-ভ্রণ

অদৃশ্য চোখে পার করে কুহক যাপিত রাত

অন্ধকারে সমর্পিত দৃষ্টি

মায়ার এই নির্জন রাত শব্দহীন;

বুকের ভেতর বয়ে যায় বহুবর্ণ গােপন দাহ-

সমর্পিত দৃষ্টি অন্ধকারে, তবু আলাের সন্ধানে অন্ধ!

অন্ধের পৃথিবীতে আজ বঙ্ড বেশী প্রয়ােজন

সুকুমার আলাে…

মন্তব্য: