কাব্য মোস্তফা ‘র কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

এবার বসন্ত এলে

বসন্ত আসবে বলে একটি বাগান

আজও নিয়ম করে লুকিয়ে লুকিয়ে দেখি- সন্ধ্যার মুখোমুখি বসে

আবেগে উন্মুখ দৃষ্টি। বসন্ত নেই বলে মানুষের মতো পাখিরাও অভিমানী হয়ে ওঠে।

বৃক্ষের সবুজ আবেগ ছায়ায় ছায়ায় বিছায়ে রাখে মলিনতা-

এবার বসন্ত এলে পুষ্পজলে ধুয়ে দেব তোমার চোখ।

দুঃখনীল অপরাহ্ন

ইদানিং কাছাকাছি হয়ে যায় তোমার নৈঃশব্দের জোয়ার শিরা-উপশিরায়

রেখে যায় স্পর্শের অনুতাপ। নিদ্রায় গাঢ় হয়ে ওঠে সংসার- ফিরে ফিরে আসে দুঃখনীল অপরাহ্ন। হাড়ের মজ্জায় লুকানো বহুজাতিক মেঘ!

কৃষ্ণবর্ণ হয়ে ওঠে অনার্য যুবকের চোখে

গোপন দহনে গলে যায় মোমের শরীর তবু পুনর্বার ছুঁয়ে আসি ইচ্ছেপূরণ বৃক্ষ-

জ্যোৎস্নার আত্নমগ্ন কোলাহল- তবু শেষ হয় না বিরূপ সময়-

মেঘে ঢাকে অন্তরীক্ষের আকাশ। 

মন্তব্য: