কারাগার

Share on facebook
Share on twitter
Share on linkedin

নিলয় রফিক

শ্লোগানে-শ্লোগানে তারাভরা আকাশে

গােধূলী বেলায় রৌদ্র ডানায় আগুনের তান্ডব

সংঘাত প্রতিঘাত রক্তের বন্যা লাশের শ্রোত

পুরানাে বাগানে।

কোন দিকে যাবে ঠিকানা খোঁজ

পালাবার পথ খােলা …

রাতের গহিনে ঘুমের ঘােরে মৃত সমান

এলােপাতাড়ি শব্দের বারুদ আকাশ থেকে বৃষ্টি পড়ে

কার বুক ভেঙে গেছে, কে জানে

সারি সারি বৃক্ষ ঝরে গেল

বীভৎস রাতে

আঁধারের গহবরে উধাও।

সূর্যের আলাে পড়তেই কে যেন বলে গেলাে

লাশের সংখ্যা কতাে? জানি না।

বােবা পাথর চিৎকার শুনে

শুনলেও, শুনিনা

দেখলেও, দেখিনা

কণ্ঠরুদ্ধ মা, কোনদিকে যাচ্ছে হৃদপিণ্ড?

প্রশ্নের আড়ালে কারাগার।

মন্তব্য: