কুয়াশাঝড়ের তপ্ত কুয়াশাক্ষরণে

Share on facebook
Share on twitter
Share on linkedin

জিল্লুর রহমান খান

আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন

জীবনবাবু, হাজার বছর ধরে পৃথিবীর পথ হেঁটে পেছনে ফেলে এসেছেন সিংহল সমূদ্র, বিম্বিাসার অশােকের ধূসর জগত। নিশিথের অন্ধকারে মিলেছে কি পথের সন্ধান? বিদর্ভ নগরীতে কি শান্তি মেলে? দুদণ্ড শান্তির জন্য ফিরেছেন ঘাের অন্ধকারে, ঘনকালাে দীঘল চুলের গন্ধ নিতে, পাখির নীড়ের স্বচ্ছ চোখের কাছে…

দাশবাবু, দুদন্ড শান্তি বুঝতে আমিও হেঁটেছি পৃথিবীর পথে, হাজার বছর ধরে… কত কবি-মনীষীর দরবারে আসন পেতেছি… পাইনি উত্তর পৃথিবীর পথে।

অবশেষে দুদণ্ড শান্তির অর্থ বুঝেছি, পথ ছেড়ে কুঞ্জে এসে, আলাে থেকে অন্ধকারে আর কোন সেনের কাছে… এলােমেলাে চুলে ঘামভেজা শরীরের ঘ্রাণে। শেষ রাতের কুয়াশাঝড়ের তপ্ত কুয়াশা ক্ষরণে…

মন্তব্য: