গালিব রহমান এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

হয়তো মাটিবর্তী মানুষেরাই

মাটিবর্তী মানুষেরা সুখগুলোকে গোলায় তুলে নিতে থাকে

হয়তো তখন টাইল্সের গায়ে কষ্টের বুদবুদ দেখা দ্যায়

আর মাঠাইল হয়ে ওঠে স্বপ্নের বাস্তব শরীর

এখন রসায়নের ছোঁয়া লেগে খাদ্যের ভার্সনগুলো 

মাকালফল হতে থাকে বলেই

প্রজন্মের ডিভাইসে ভাইরাস ঝুলে থাকে 

আধুনিক হতে হতে কখন যে প্রটেক্টরগুলো 

তার ক্ষমতা খুইয়ে ফেলেছে তা জানান দেবার শক্তিটুকু 

আর চোখে পরে না   

ডিজিটাল সময়গুলো জন্মের আগে মৃত্যুকেই টাটকা করে তুলতে থাকলে 

মাটিবর্তী মানুষেরাই হয়তো আশ্রয়ের শেষ প্রান্তর

ঈশ্বরের হাত

তথাস্তু বলে আমরা জিগির করতে থাকলে

ঈশ্বর আমাদের মাথায় হাত বুলিয়ে দিতে থাকেন

কিংবা সাধু বলতে বলতে ক্ষমতার পরিতুষ্টিতে সচেষ্ট হন

অদৃশ্য হাত কতটা প্রশস্ত তা জরিপ করতে লেগে যায় ঢের সময়

তবুও হয়তো হয়ে ওঠে না

ঈশ্বরকে জরিপ করতে আমাদের করপোরেট জ্ঞান থাকা জরুরি 

মন্তব্য: