চন্দ্রগ্রহণ ও চাঁদগ্রস্ত যুবক

Share on facebook
Share on twitter
Share on linkedin

তৌহিদ ইমাম

আজ সারাদিন শহরটা কেঁপে কেঁপে উঠছিলাে উৎসবের উত্তেজনায়

কোন উৎসবই এখন আর আমাকে স্পর্শ করে না

আমি এ শহরটা ছেড়ে যেতে চেয়েছিলাম

প্রদোষকালের লাজরাঙা সূর্যটাকে

তােমার কপালের লাল টিপ বানিয়ে

চলে যেতে চেয়েছিলাম বর্ষাপাড়ায়

আমাকে আটকে দিলাে তােমার অমােঘ ডাক

বর্ষাপাড়ার দিক থেকে পথটা বেঁকে গিয়ে

নির্লজ্জের মতাে হেঁটে গেলাে নদীর মােহনায়

কবােষ্ণ বাতাসে আমার বুক ভরে উঠছিলাে মাদকতায়

সুন্দরের ঐশ্বর্যে ঝলসে যাবে তৃষিত দু’চোখ…

অথচ এলে না তুমি

সারাটা সকাল তােমার জন্য অপেক্ষায় থেকে থেকে

ধ্বসে গেলাে দগ্ধ হৃদয়

বিষণ্ন হয়ে উঠলাে পৃথিবী ও গােলাপরাশি

চন্দ্রগ্রহণ হলাে নদীর কিনারে

অনন্ত পথটা পাঁজরে তুলে নিয়ে ফিরে গেলাম চাঁদগ্রস্ত যুবক

মন্তব্য: