চেতনার অনুবাদ

Share on facebook
Share on twitter
Share on linkedin

সানাউল্লাহ সাগর

১. 

সম্ভ্রম হারানো নোনাজলের সমূদ্রে বৈঠা কাঁধে নেমে পড়ে নরক পুজারী 

স্বর্গচ্যুত দেবতা। জোৎস্নার নাভীতে দীর্ঘশ্বাস রোপন করলে 

কালানুক্রমে জন্ম নেয় ছলনার দোয়েল, প্রনয়ের রজনী ফুরালে

বৈধতার অগোচরে শুরু হয় তার অযাচিত প্রলাপ।

নগ্ন প্রচ্ছদে জেগে ওঠে বীরঙ্গনা সময়ের মুখচ্ছবি।  

২.

নিমগ্ন রাতের জোনাকী তোর আচল ছুঁয়ে শপথ করছি

সিদ্ধান্তহীনতার ঘোরটোকে ভবিষ্যত বিকিয়ে দিয়ে 

আর গাইবনা জারজ স্বপ্নের গান।

আপদ বিকিয়ে কিনে নেব সমান্তরাল ছায়াপথ।

কিংবা অন্ধ ইতিহাসে তলপেটের ব্যাথা হয়ে থাকব। 

৩.

কলঙ্ক পুষে রেখে স্মৃতির শহরে যাত্রাবিরতীকালে 

মনে হয়েছিল জলন্ত চিতা আকড়ে বেঁচে আছি। 

শৈশবের ঘুড়ি ওরানো কিংবা যৌবনের 

তাস খেলা গুরুত্বপূর্ণ কাজ বলে মনে হচ্ছে। 

আর জলে পরা ছায়ার মত জীবনকে মনে হয়ে অসম্পূর্ণ স্কেচ। 

মন্তব্য: