জলের সংঘর্ষে সেখানে আগুন জ্বলে

Share on facebook
Share on twitter
Share on linkedin

আনিফ রুবেদ

ঝড় নিভে গেলে একদিন এখানেই – এই জীবনের ভেতর যে মাঠ আছে, পুকুর আছে, বৃক্ষ আছে সেখানে – দিনমান প্রদীপ জ্বলে থাকবে। প্রাণটা আঁইটাই করে, কেন করে? তার ফুল বোঝা হলো না, তার আগে বুঝতে যাওয়া গেল তোমার সিঁদুরের সত্য। গিরিবালা, আমি কীইবা করতে পারি? মৃত্যু ঠেকাতে পারি আমি? মৃত্যুদূত বহুবার কি শোনে একই মানুষের কথা, একই ঈশ্বরের কথা? তুমি আমাকে আর কোনোদিন অনুরোধ করবে না। আগুনমুখী নদীর নাম আমি শুনেছি। জলের সংঘর্ষে সেখানে না কি আগুন জ্বলে।

পৃথিবীর এখানে সারাবছর শীত থাকে না। থাকলে ভাল হত গোটা বছর ধরে রোদ পোহানো যেত। মধুর রোদ। তাতো আর হয় না। এই মহাকাল কারো প্রিয়বাসা দেখতে পারে না। গ্রীষ্ম। রোদ জ্বালিয়ে দেয় মুখের চামড়া, মনের চামড়া। তুমি গালাগালি কর তীক্ষè রোদকে। তাই কি আর সাজে গো? আমি অসহায় মানুষ, তুমি অসহায় মানুষ। আমাদের মানুষ প্রাণজীবনে থাকা আর সাজে না। এবার মৃত্যুজীবন নিই এসো। হাত ধর। গান গাও। মৃত্যুর ফলাতে গান গেয়ে গেয়ে মধুর বিষ মাখিয়ে দিই।

মন্তব্য: