জীবন-সায়াহ্নে তরুণী-মন

Share on facebook
Share on twitter
Share on linkedin

কানিজ কলি

মাঝে মাঝে প্রশ্ন করি- আমি কে কেন এসেছি পৃথিবীতে ? জানি না- তবুও চেষ্টা করি জানতে- কে, কেন ?

আকাশের সীমাহীন শূন্যতা আমাকে ভাসায়- বাতাসের স্পর্শ শীতল করে বুক। নদীর নির্জনতায় এই আমি উদাস গাঙচিল! সবুজ ফসলের মাঠ দেখে তনুমন কি যে খুশি- ছুটে যেতে চায় আলপথ ভেঙে সবুজ-শ্যামলিমায়। নিস্পলক আঁখি- তাকিয়ে থাকি দূরে- দিগন্তে। অরন্যের নির্জনতা গভীর প্রদেশে টানে আমায়! কখনও কখনও একা আমি- খুঁজে ফিরি অজানা কোন এক…। জীবন-সায়াহ্নে এসে তরুণী-মন হেঁটে যাই রোজ, বহুদূর- দূরে…

মন্তব্য: