ঝড়ের পাখি

Share on facebook
Share on twitter
Share on linkedin

ইব্রাহিম আলী মোনাল

(অনুজ শিকদার ওয়ালিউজ্জামানকে)

সীমাহীন দূরত্বে বসবাস তোমার

শাখা- প্রশাখার বিস্তার ঘটিয়েছি ঢের

        আবাস পাইনি তোমার, আজো…

জানিনা কি মোহনীয়তায় সপে দিয়েছো সত্ত্বাটুকু

স্বভাবসুলভ আচরণ থেকেই বলছি,

নেই কৌতুহল, অনাবিলতায় হারিয়ে যাওয়া

আঁতি পাঁতি করে খুঁজিনা কখনো-

স্মৃতিময় ছন্দভরা দিনলিপি

বাঁধনহারা এই আমার খণ্ড কিছু মুহূর্ত ধরে রাখতে বলবো না

বলবোনা স্মৃতি করে রাখতে

কখনো তোমার মধুময় দিনগুলো গল্প শোনায় কিনা জানি না

তুমি পেরেছো দোলনায় স্বপ্ন ধরতে

আমি যাযাবর- হাঁটছি সময়ের স্রোতে

স্বপ্ন নেই, ঢাকা পড়েছি কুয়াশার চাঁদরে

এই ভালো, থাকনা জীবন ছন্দহীন, স্বপ্নহীন

        গতিহারা, বাঁধনহারা ঝড়ের পাখির মতো।

মন্তব্য: