টু বি কনটিনিউড

Share on facebook
Share on twitter
Share on linkedin

শিমন রায়হান

কালো কবির কাছে শাদা পাখি সে কী কৌতূহল ছিল

জীর্ণ ফটোগ্রাফ তবু দারুণ এক সুইসাইড নোট হতেই পারতো

তার সমস্ত চুপকথা শেষোব্দি রূপকথা হতে হতে

মান করে ঘুমোলো উজবুক মেঘের প্রতিভায়

নকশা আঁকা হচ্ছিল এ পর্বেও স্বর্গীয় তোতার ঠোঁটে

না-বলতেই জিয়ন কাঠির ভেলকিতে আশ্চর্য্যপুর

ফের এ অপেক্ষার প্রলম্বন

রশোমন শেখাল তবু বেঁচে থাকা বোকা তোরঙ্গের বিস্ময়ে

দৌড় এর কবিতা গোলাপি প্রজাপতির জন্য নিষ্ঠ কাঠগোলাপের চোখ

সহোদর তার রাত যদিও জন্মায়নি কেউই।

মন্তব্য: