টেড হিউজ এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

টেড হিউজ (১৭ আগস্ট ১৯৩০- ২৮ অক্টোবর ১৯৯৪) ইংরেজ কবি ও শিশুসাহিত্যিক। সমালোচকরা বারবার তার সময়ের শ্রেষ্ঠ কবি এবং বিংশ শতাব্দির অন্যতম সেরা সাহিত্যিক হিসাবে আখ্যায়িত করেছেন। তিনি ১৯৮৬ সাল থেকে মৃত্যু অব্দি Poet Laureate হয়ে কাজ করেছেন। হিউজ আমেরিকার কবি সিলভিয়া প্লাথ এর ৩০ বছর বয়সে আত্মহত্যার সময়কাল পর্যন্ত বৈবাহিক জীবন অতিবাহিত করেন। Birthday Letters  হিউজ-প্লাথ এর সম্পর্কে চিড় ধরিয়েছিল। The Hawk in the Rain (1957), Crow (1970), Tales from Ovid (1997), The Iron Man তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম।

অনুবাদঃ- রফিকুল কাদির

কাকের প্রথম পাঠ

কাককে শেখাতে চাইলেন ঈশ্বর-

কিভাবে বলতে হয় কথা

বললেন- ‘প্রেম’, ‘বল প্রেম’

কাক হাই তুলল, আর একটি সাদা হাঙর 

ধপাস! পড়ে গেল সমুদ্রে

আর গড়াতে থাকল

যতক্ষন না খুঁজে পেল গভীরতা আপন 

‘আরে না; না’ ঈশ্বর বলে উঠলেন-

‘বল প্রেম। চেষ্টা কর এখনই!’ ‘প্রে…ম’

কাক আবারও হাই তুললে-

বেরিয়ে এলো প্রজাপতি 

মশা ও রক্তচোষা মাছি

নিজেদের খুঁজে পেলে নেমে গেল

রোদ পোড়া মাংস পাত্রে

‘এবারই শেষ’ ঈশ্বর বললেন-

‘এখনই! বল ‘প্রেম’

কাক কেঁপে উঠল, বমির উদ্গীরণে

পুরুষের ধরহীন মাথা আছাড় খেল মাটিতে, পিটপিটে চোখে

নিজেকে বাঁচাতে কিংকর্তব্যবিমূঢ় সে

ঈশ্বরের নিষেধাজ্ঞার আগেই আবারও বমি হলে

নিঃস্কৃত স্ত্রী যোনি গেঁথে গেল পুরুষের ঘাড়ে, সজোরে

দু’জনের ধস্তাধস্তি ঘাসের উপরে

ঈশ্বর (তাদের) ছাড়াতে চাইলেন!

অভিশাপ দিলেন! কাঁদলেন!

উড়ে গেল কাক অপরাধবোধে

শিশুতোষ কৌতুক

নর ও নারী পড়ে আছে নিষ্প্রাণ

নিরানন্দ বোকা বোকা চোখে 

পুষ্পিত এডেনে

ঈশ্বর ভাবছেন

ভাবনা বিভ্রমে তিনি ঘুমালেন

হাসল কাক;

ছিন্ন হলো শুয়োপোকা তার ঠোকরে-

ঈশ্বরের একমাত্র সন্তান

যন্ত্রণা-কাতর দুইভাগে

নিম্নাঙ্গ জুড়ে গেল পুরুষে

প্রহত ঝুলন্ত অংশে

নারীতে প্রবিষ্ট উর্ধ্বাঙ্গ

লতিয়ে গভীরে যেতে যেতে উঠছিল বেয়ে

নারীর চোখ দিয়ে উঁকি দেবার খায়েশে

তড়িতাহত যন্ত্রণা নিম্নাঙ্গকে দিচ্ছিল তাড়া

‘তাড়াতাড়ি লেগে যাও জোড়া’

আহ! যন্ত্রণা আবেশে

আদম জাগলেন। সাঁতার দিলেন ঘাঁসের সমুদ্রে

হাবা জেগে দেখলেন তাকে

কেউ জানলো না- কি ঘটলো তারপরে

ঈশ্বর ঘুমাতে গেলেন!

কাক হাসল!

মন্তব্য: