ঠোঁটগুলো

Share on facebook
Share on twitter
Share on linkedin

সরসিজ আলীম

ঘরের এক কোণে গুটিশুটি মেরে ময়লার ভেতরে শুয়ে থাকা 

আঁধারেরা 

একদা কাজের বুয়ার সাথে গৃহকর্তার প্রেম 

দেখেফেলার পর

তারা একবস্ত্রে গৃহত্যাগ করে এসে পক্ষিছানাদের

পেটের ভেতর ঢুকে ঘুমিয়ে পড়েছিলো,

আর যখন আঁধারেরা বের হয়ে এলো পক্ষিছানাদের ঠোঁটের 

ভেতর দিয়ে, ঠোঁটগুলো হা হয়ে রইলো আকাশের দিকে।

মা পাখিরা বনে বনে মাঠে মাঠে হাওয়ায় হাওয়ায়

ঘুরে ঘুরে গলা ভরে তুলে আনে আলো, আর ছানাদের

মুখের ভেতর ঢেলে দেয়, আলোগুলো গান হয়ে ঝরে পড়ে

নীড়ে নীড়ে।

দূরন্ত ছেলেটার পিছে পিছে দৌড়াচ্ছে কেউ ‘খোকা ঘরে আয়,

খোকা খাবি আয়!’ আর এই অবিরাম খোকা আয়, খাবি আয়গুলো

উড়ে উড়ে রৌদ্রের হাত ধরে পক্ষিমায়ের অনুপস্থিতিতে 

ঢুকে যাচ্ছে পক্ষিছানাদের হা-য়ের ভেতর,

ঠোঁটগুলো হা হয়ে রইলো আকাশের দিকে, ঠোঁটের ভেতর

আলো পড়ে রৌদ্র পড়ে, আর পক্ষিমাতারা হাওয়ায় ভেসে ভেসে

ফিরে আসে নীড়ে, রোদ্দুরগুলো গান হয় বাতাসে বাতাসে। 

মন্তব্য: