ডাস্টবিনের চিরকুট

Share on facebook
Share on twitter
Share on linkedin

সানাউল্লাহ সাগর 

গনিতের সূত্র আর আমলকির আচার আমার থলিতে। গলিত ঔষধী গাছ বন্যার জলে ভেসে গেছে কবেই। গুনে গুনে আটটি বছর; আজও ভিজে যাচ্ছে নাবালক শব্দের মতোন পড়শি বাগানে। রাতের পর রাত গেল দিনের পর দিন-

খুন হয়ে যাওয়া স্বজনের সার্টে আমার আয়না। ব্রয়লার হয়ে গেছে অদেখা স্বপ্ন। কৃষি কাজে মন নেই-প্রতিবারই জমার টাকা খাজনায় চলে যায়-কমে আসছে জমা-

ধান থাকবে ফসল থাকবে- থাকবে সবুজ মাঠ, নিঃশব্দ আলো পতনে ভেঙে যাবে হাট।

কমায় থেমেছি-তুলি হাতে ফুল স্টপ আঁকবো এবার…

মন্তব্য: