ডেনিস ভিনসেন্ট ব্রুটাস এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

ডেনিস ভিনসেন্ট

ডেনিস ভিনসেন্ট ব্রুটাস দক্ষিণ আফ্রিকার পুরোধা কবি। তিনি ১৯২৪ সালে ২৮ নভেম্বর সলেসবেরী, দক্ষিণ রোডেসীয়া বর্তমানে হারারে, জিম্বাবুয়ে জন্মগ্রহণ করেন। তিনি একাধারে কবি, শিক্ষাবিদ, সাংবাদিক ও রাজনীতিক। স্ট্রস্কিজম আন্দোলনে দক্ষিণ আফ্রিকার অন্যতম নেতা। ১৯৬০ সালে তাকে  রোবেন দ্বীপে নির্বাসনে পাঠানো হয়। নেলসন ম্যান্ডেলার পাশের কামরায় তাকে অন্তরীণ করে রাখা

হয়। ২০০৯ সালে ২৬ ডিসেম্বর, কেপটাউন, দক্ষিণ আফ্রিকায় তিনি মৃত্যুবরণ করেন। উল্লেখযোগ্য কর্ম  A simple lust, Poetry and protest, Stubborn hope,  Still the sirens,  Airs and tributes, Leaf drift, Salutes and censures,  A Book of hope

ডেনিস ভিনসেন্ট ব্রুটাস এর কবিতা

ভাষান্তর : শফিক সেলিম

একটা কণ্ঠ

একটা কণ্ঠ 

তৈরি করে

বিশৃঙ্খল এলোমেলো ভাব

সাথে চমৎকার মধুরতা

হঠাৎ নীল আকাশ

রূপোর মতো মেঘগুলো উড়ে যায়

মাইলের পর মাইল

সত্যি, পাখির সতেজ গানের মতো

প্রস্থান

প্রিয় বিলিনায়ার

তুমি আলোকিত করো দীর্ঘ পথ

রোবেন দীপ

আদর্শে আনত ছিলে

যখন চারপাশে মোনাফেকদের আনাগোনা

অতএব তুমি নীরবে চলে গেলে

তোমার মৃত্যুকে কুর্ণিশ করি

সংগ্রামকে জানাই শ্রদ্ধা

তুমি ছাড়া আমাদের সমূহ ক্ষতির জন্য বিমর্ষ হই

আমরা ধীরে ধীরে সাহসী হই

আমরা অবশ্যই সংগ্রামের প্রতিঙ্গ

আমাদের লড়াই ক্রমাগত চলবে

ডেনি রেনসম এর জন্য

আগুনের শিখা

মিটিমিটি জ্বলছে

সমুদ্রের ঝড়ো বাতাস জোরে আঘাত করছে

মোমবাতি

ঘুরে ঘুরে জ্বলছে

বিষাক্ত তীর বিধেছে

রূপসী সুন্দরী নারী

সাহসী

দারিদ্রতার বৃত্তে বন্দি

ভালোবাসো

বুকে নাও

গভীর ব্যাথায় ধরো

মন্তব্য: