তমিস্রা

Share on facebook
Share on twitter
Share on linkedin

ফল্গু বসু

আমি কি শহীদ মেঘ ছায়া ছায়া ঘাের কৃষ্ণ আলাে শ্রী গৌরাঙ্গের বয়জেষ্ঠ্য অদ্বৈতাচার্যের সাধনস্থল বাবলাতেই দু যুগ কাটানাের অভিজ্ঞতা নিয়ে গৌরবের সমাধি খুঁজছি আজও দ্বৈত পথে অশান্ত তরলে। মেঘ- ডাকো, ডেকে নাও ভ্রমণার্থীদের ইতালিতে রয়েছেন মজনু শাহ, জেব্রা মাস্টার। অনতিক্রম্য মেঘ আগুনকে ছায়া মনে করে, নিঙ্করুণ দহনে উজ্বলতা ছাই হয়ে ওড়ায় কিংশুক। আমি প্লাবনের অর্থ ভেদ করি, খুঁজি বিষয়ের অস্তিত্ব কোথায়? মেধাবী কবিতা গােপনে গােপনে কাঁদে, চমকায় দর্শন ঈশ্বরের প্রতিদ্বন্দী অথবা ঈশ্বর নিজেও ইন্ধন যােগান। কায়মনােবাক্যে আমি অদ্বৈতের মায়াবাদ পড়ি অনুশীলন ছায়া ফ্যালে শহীদবেদীতে, তারপর আবার ডােবার জন্য তৈরী হয়ে থাকি।

মন্তব্য: