তুমি, আমি ও আমরা

Share on facebook
Share on twitter
Share on linkedin

কাব্য মোস্তফা

সেই থেকে জন্মান্ধের মতো আছি

রৌদ্রতপ্ত দিন বাসা বেঁধে আছে বুকে

এত দাহ এত ছায়াপি-

বৈভবে মুখোমুখি দাঁড়ায়- জানতে চায় রক্তস্নান

চিরজীবি প্রীতি-

কী এর উত্তর খুঁজি বলো

জীবন চেপেছে অনন্ত ট্রেনে

ছায়ারোদ কার্পাস সন্ধ্যা ক্যানভাস মেলে ধরে

দূরমন দেশে চুম্বনের দহন জাগে

সত্য- কী লিখবো বলো সাদা কাগজে?

তুমি, আমি, আমরা- অপেরা অপেরা…

মন্তব্য: