তুহিন দাস -এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

নতুন কবিতা: ৬

এই কবিতা ফেলে রাখবো,

পুরো জানুয়ারী মুখ থুবড়ে

ফেব্র“য়ারিতে উঠে হাঁটা শুরু করবে।

একবার পঠিত হয়ে আবারো

ঘুমোবে- বহুকাল

শতাব্দী প্রাচীন পাথর।

কলিযুগ চলে যাবার পর

কেউ ছুঁলে দেখবে:

ভাষা হারিয়ে

কবিতাটির বোধ

সময়ের পেন্ডুলামের ওপর

মমি হয়ে আছে।

নতুন কবিতা : ৭

খর দুপুরটা যেতেই চাইছিল না-

ঘাড় ত্যাড়া করে দাঁড়িয়ে থাকে।

হেরে যাবার পরে

যদিও দেখছিলে আমায়, ডুবছিলো

বিধ্বস্ত গাড়ির বনেটের বোকা মুখ,

অথচ শুধুই ভাবছিলাম যেসব মেয়েরা

নীলের বদলে লাল জামা পরে

তারা অনেক রমণীয় হয়,

তুমি পাশে অথচ

চেয়ারগুলোর একা বসে থাকা দেখে

নিজেকে আরো নিঃসঙ্গ লাগে।

মন্তব্য: