তৌহিদ ইমাম-এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

বিষাদ

জীবনানন্দের মতো আজ আমিও দেখি ‘রৌদ্রের অন্ধকার’

আজ আমারও কপালে জন্ম নিয়েছে তৃতীয় নয়ন

নইলে কেন নধর দেহের আড়ালে কংকালটাকে দেখতে পাই

রুপসীদের কথা ভাবলেই- 

ঋতুকালীন রক্তক্ষরণের শব্দ শুনি

প্রাকৃতিক খনিগুলো আসলে জীবাশ্ম পচনের ফল

সুঘ্রাণময় সুখাদ্যরাশি ঠিকই মল হয়ে যায়

তার পূঁতিগন্ধ পাই আমি 

মানুষকে তাই অনিবার্য গলিত শব ছাড়া কিছুই ভাবতে পারিনা    

ক্ষরণ

ক্ষরণের ভেতরে অসহ্য চিৎকার শুনি

কোন কোন নারীর শীৎকার শুনি

আত্মলীন আমাদের নাগরিক ভীড়ে,

লোনা দেহজ নীড়ে, উপকণ্ঠে-সৈকতে

আটকে পড়ে আছি অন্তর্জালে

তবুও বৃক্ষের মতো আঁকড়ে ধরি মাটি

শুষে নিই প্রাণরস ও জল

হৃদয় ভরে রাখে নৈঃশব্দ্যের সিম্ফনি।

মন্তব্য: